November 27, 2008
Liberation war, 1971---is a historic event in our country from which we got our freedom and identity in this world map ….Its one of the biggest part of our history, culture as well as heritage… there is many thing happened before, in and also after the time of war in 1971……the people related with this and the people who are conscious and anxious about Our Liberation War, has tried to find out and collect those memories in different ways. Such as---in books, in the film, movie etc…..In this discussion topic we will try to give those collections information both in English and Bangla. Hope you will be able to find “Our Liberation War History” using these collections….
here is the link----
all the courtesy goes to::" Farhan Daud's blog" in "prothomaloblog", "Somewhereinblog.com"
and some more blog in "sachalayatan.com" as well as some articles..
November 13, 2008
আরও টুকরো টুকরো কিছু স্মৃতি.....(৩)
----দিদি ভাই, কই তোমরা? খাইবা না?? আইও তাড়াতাড়ি। সন্ধ্যা হইয়া যাইব একটু পরে। জলদি কর।
অনেকক্ষন ধরে অপেক্ষায় থাকা ২ জোড়া পা ধীর লয়ে খাবার ঘরে প্রবেশ করল। আস্তে আস্তে হাঁটু গেড়ে থালাটার সামনে বসলো। পরন্ত বিকালের আলো টা তখন বৃদ্ধার সারাদিনের ক্লান্ত মুখের উপর খেলা করছে। সামনের থালাতে আছে পোড়া মরিচ, কাঁচা মরিচ আর লবন দিয়ে মাখানো পান্তা ভাত। আর সামনে ওনার প্রানের ২টা হৃদয় যারা অপেক্ষা করছিল পরম আকাক্ষিত এই খাবারটার জন্যে। আর ওই ২টা প্রান হল আমি আর দিদি ভাই। এই খাবারের যে কি স্বাদ!! যদি বুঝানো যেত। আমি চোখ বন্ধ করলে আজও সেই স্বাদ পাই।
গ্রামের কিছু না জানা এই বৃদ্ধার হাত দিয়ে গড়ে উঠেছে একটা বড় পরিবার। যেখানে তার ৫টি মেয়ে আর দু’টি ছেলে বড় হয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। তারপরেও এই বয়সে কাজ করার ইচ্ছা এবং শক্তি দুইটাই সমান তালে চালিয়ে যাচ্ছেন। বড় ছেলেটা মায়ের কাজ করা দেখলে খুব বকাবকি করে কিন্তু কাজ করা তো আর থামে না। বরং ছেলে বাড়ি ফিরবার আগেই উনি সব কাজ শেষ করে ফেলেন। কোনো দিন যদি ভুলেও ছেলের চোখের সামনে পড়ে যান তো সেদিন বাড়িতে লঙ্কাকান্ড।
আমি যখনকার কথা বলছি সেটা আজ থেকে ১২ বছর আগের কথা। তবে এখনও কিচ্ছু বদলায়নি আমাদের দিদিমার। এখন আগের মত ভোর ৪ টার সময় ঘুম থেকে উঠে কাজ করতে লেগে যান যদি শরীর ভাল থাকে। ওনার বাড়িতে এক টুকরো ময়লা পাওয়া গেলে আবার ঝাড়ু দেয়া, পরিস্কার করার কাজ শুরু হয়ে যায় এখন। বাঙ্গালির যদি বারমাসে তের পার্বন হয় তো এর আমেজ পাওয়া যেত আমার মামার বাড়িতে। নাড়ু, সন্দেশ, পিঠা, আচার, লুচি আর কত কি!! আমাদেরকে না খাওয়ালে ওনার শান্তি হত না। প্রথমে যে পান্তা ভাতের কথা বললাম ওইটাও সেইরকম কিছু একটা ছিল। আর আমাদের ফেরার সময় আমাদের কে আবার সেগুলো প্যাকেটে ভরে দেয়া কোনো কিছুতেই ভুল হত না। এই হলেন আমার দিদি মা।
দুর্গা পুজা হল আমাদের সব চেয়ে বড় উৎসব। আর পুজার আগে আগে দাদু বাসায় এসে বলে যেতেন যেন পুজোর ষষ্ঠীর দিনেই আমাদের পাঠিয়ে দেয়া হয় মামার বাড়ি। বাড়িতে গেলেই আগে ছোট মাসীর ধমক,
----অ্যাই, তোরা কেউ হাত মুখ ধোয়ার আগে ঘরে ঢুকবি না।
মাসী হুঙ্কার দেয় আর আমাদের কাজ হল সোজা দৌড়ে ঘরের ভিতর ঢুকে সেটাকে ভেঙ্গে ফেলা। বাড়ীতে তখন মাটির ঘর লেপার মাতাল করা গন্ধ। অষ্টমী পুজার দিন খুব সকালে ঘুম থেকে উঠতে হবে এটাই ছিল নিয়ম। ঘটে আশ্রয় নিত দেবী দুর্গা। পাশে সাজান থাকতো নৈবেদ্যের থালা, আর ১০৮ টা ছোট নৈবদ্য। পুজা শেষ হলে পরে আনিল মামা (মায়ের জেঠতুতো ভাই) আর আমি, দিদি, দুর্জয় মিলে আশেপাশের আত্মীয়দের বাড়ি যেতাম প্রসাদ দিতে। ঘোরাঘুরির পর্ব শেষ করে বাড়িতে ফিরে আমাদের খাওয়ার পর্ব শুরু হত। সবচেয়ে মজা হত মনে হয় দশমীর দিনে। আমরা ছোটরা মিলে চড়ুইভাতি করতাম। বড়রা থাকত আমাদের সাথে।
(চলবে)
কোনো এক শীতের হারিয়ে যাওয়া স্মৃতি................(২)
আমার মামার বাড়িটা কুমিল্লা শহরের এক প্রান্তে। রেল লাইন পার হয়ে যেতে হয়। বাড়িতে ঢুকবার জন্যে দুইটা রাস্তা। একটা উত্তর পাশে, অন্যটা দক্ষিন পাশে। দক্ষিন পাশের রাস্তাটাই বেশি ব্যবহার করা হয় আজকাল। এই রাস্তাটার দুই পাশে দুইটা পুকুর আর একটা শিমুল গাছ। এর মধ্যে উত্তর পাশের পুকুরটা এখন আর নেই, দক্ষিন পাশেরটা আর কয়েকদিন পরে হয়ত থাকবে না।দক্ষিনএর রাস্তা দিয়ে বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পরে মাটির ঘর আর বিশাল উঠোন। উঠোনের পুর্ব পাশে বড় মামার ঘর আর পশ্চিম পাআহে দাদুর ঘর। দুতি ঘরের মাঝ খানে খাবার ঘর। খাবার ঘর পেরিয়ে ভিতরে ছোট্ট একটা ঊঠোন ওখানে খরের তৈরি রান্নাঘর। খাবার ঘরের দরজার বাইরে একটু দূরে আক্তা শিউলি ফুলের গাছ। সব মিলিয়ে দারুন সুন্দর ছিল আমার মামার বাড়ি, ছুটি কাটাবার জন্যে উপযুক্ত জায়গা।
তখন জানুয়ারী/ডিসেম্বর মাস চলছে হয়ত। আমি আর দিদি ভাই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি মামার বাড়িতে। প্রচন্ড শীত পরছিল। এর মধ্যে সাত সকালে ঘুম থেকে উঠে পরতে বস্তে হত। লেপের নিচে দুই বোন মিলে পরতে বসে যেতাম। রোদের তাপ একটু বারলে পর দুই জন মিলে ঊঠনের গিয়ে বসতাম। সকালের খাবার হিসেবে উঠোনে আসত দিদিমার হাতের তৈরি করা পিঠা আর খেজুরের রস। কখনো-সখনো এক কাপ চা জুটত কপালে। রোদের মাঝে বসে সকালের পড়া শেষ করে গিয়ে দাদুর পাশে জায়গা নিতাম। দাদু বসে বসে দলিল লিখতেন তখন আর চা খেতেন। ওনার হাতের লেখা ছিল অনেক বেশি সুন্দর। মনে আছে তখন ক্লাস ফাইভে পড়ি। হাতের লেখা লিখবার সময় দাদু আমার খাতা কেড়ে নিয়ে বলেছিলেন, কি লিখিস সব কাকের ঠাৎ। মামনিকে খুব করে বকেছিল এই জন্যে। আজকে আমার হাতের লেখা আমি মনে করি বেশ ভাল :P। তো দাদু পাশে বসে লেখা দেখা আর দাদুর সাথে বসে গুটুর গুটুর গল্প করাছিল আমাদের কাজ। বেলা ১২টা বাজতেই আমাদের স্নান শেষ। তারপর ঘুম। ঘুম থেকে উঠতাম ঢেকির শব্দে। আমার দিদিমা পিঠা বানাবার জন্যে চালের গুড়ো বানাচ্ছেন। ঢেকির শব্দটা এক্তা অদ্ভুত লয়ে চলত। ভারি দারুন লাগত শুনতে। এমনি করেই এক একটা শীতের দিন পার হত তখন।
এই শীতের সময়েই হয় স্বরস্বতী পুজা। পুজাতে উপহার পাওয়াটা ছিল আমাদের প্রধান আকর্ষন। শেফালি ফুলের গন্ধ, নতুন পোশাক, সকালে উঠে ঠান্ডার মাঝে স্নান করা, তারপর সবাই মিলে নৈবেদ্য সাজানো, পুজার প্রসাদ, ধুপের গন্ধ যেন অন্যরকম এক্তা ব্যাপার স্যাপার। পুজার আগে আমরা একজন আর একজনের নতুন জামা দেখতাম না। আসলে দেখতে দিতাম না পাছে পুরান হয়ে যায়। তবে এই জায়গায় দুর্জয় তার দুষ্টামি টা বজায় রাখত। আমার ড্র্ব্বয়ার খুলে কাখন কারপ বের করে আনা যায় সেই মতলবে থাকত। উপোস করে অঞ্জলি দিয়ে প্রনাম করবার পর মিলত আমাদের প্রসাদ। আর সেই প্রসাদের স্বাদ?? ভেবে নিন কেমন হতে পারে। কারন আমাদের কাছে সেটা ছিল অমৃত। পুজার সারাটা দিনই কাটতো দই, লুচি, শব্জি আর অনেক কিছু খেয়ে।
পুজার ছুটি শেষ আমরা চলে আসতাম বাসায়। কিন্তু অপেক্ষায় থাকতাম পহেলা বৈশাখের জন্য। কারন তখন আবার মামার বাড়ি যাব, আবার মজা হবে। 8-|
একটা স্মৃতির বর্ষা-----(১)
ঘরের চালের উপরে বৃষ্টি পড়বার শব্দ ভারী মিষ্টি। ঝুম ঝুম শব্দে বৃষ্টি হচ্ছে। বৈশাখ মাসের বৃষ্টি। গ্রামের বাড়ির ঘরটা মাটির বলে এই বৃষ্টিতে বেশ ঠান্ডা লাগছিল। হঠাৎ চালের উপর কিছু একটা পড়বার শব্দে ঘরের মধে্য থাকা সব ছোট রা প্রায় লাফিয়ে উঠল। আম পরছে। ঝুম বৃষ্টিতে সবার বাইরে বের হতে কয়েক মুহুরত লাগল মাত্র। বড়দের বারন সত্তেও সবাই হুরমুর করে বাইরে বেরিয়ে পড়ল। উঠান পেরিয়ে সবার গন্তব্য হল বাড়ির পিছনের দিকে। ছোট মামা, দিদি ভাই, দুজর্য়, আমি সহ আর কয়েকজন। এর মধ্যে দুজর্য় কয়েক বার আছার খেয়ে পরেছে। আর ওকে তুলতে গিয়ে মামা র অবস্থা খুব ই খারাপ। আম কুড়াতে শুরু করেছে সবাই।
দাদু বারান্দায় শুয়ে ছিল। পোলাপানের চিৎকার শুনে বুঝতে পেরেছেন ওনার আম গাছের অবস্থা। বারান্দায় দাড়িয়েই দাদুর শশব্যস্ত কন্ঠ,
--ওই পলাপানেরা কি করিস?? আমার গাছের আম গুলার হইলি তরা শ্ত্রু । তোরা এই ফাযিল বৃষ্টি র জন্য আমার গাছের আম খাবার সুযোগ পাইসিশ। আমার আম গাছ আর আম গেলরে...............।।
তখন আমরা মেতে আছি আম কুড়ানোর তালে। কে শুনে কার কথা। আর দাদু ত আর ও পরে।
আম কুড়িয়ে যখন সবাই ঘরে এলাম তখন ছোটো মামাকে আমাদের সাথে দেখে দাদু আর বড় মামা ত রেগেমেগে মামাকে খুব বকলেন। যাই হোক সেখানেই আমাদের আম কুড়ানোর সমাপ্তি ঘটল সেবারের মত.।
(চলাবে)
November 01, 2008
A BOOK REVIEW OF "UNCLE TOM'S CABIN"
• 26 CHAPTERS
• WRITTEN BY HARRITE BICHER STOW
• PUBLISHED IN 1962 FROM HARVERED UNIVERSITY PRESS
In 15th century a human being was treated as a living property due to his or her skin color. This book story is about that time's society. After the invention of Africa black people were treated as living property by the people of Europe & America. The trade of slavery was started from that time. The black were the fellow who were not trusted but tortured a lot by their masters. They were sold by their master when the master was in some problem or in some difficulties. They were always handed over. They even had no right to know where they were going or sending.They and their family depend on the master's choice. They had no right to invent something. It was their providence to having a good master.Master can sold their Slaves anytime according to their wish and need.
Tom, George, Eliza, Chloe, Emmeline, Cassy were the representatives of that time. At the beginning of the book tom worked for a long time under a good master, Mr. Shelby. He was trusted not only by his master but also loved by his young master, Shelby's son. Due to some financial problem Mr. Shelby was bound to sell tom &Eliza's kid to a slave trader. As a trusted, honest & steady fellow tom was went with the trader Haley. But Eliza fled away with her kid. Her husband George was technically literate fellow but tortured by his cruel master. After some time to his wife & kid's flying, he also fled with the help of his friends. The personal appearance of Eliza, the character ascribed to her, are sketches drawn from life. At the time of ran away, the incident of the mother's crossing the Ohio River on the ice is a well-known fact. After facing a lot of trouble, they met each other & run away Canada.
In a voyage with the trader, tom saw the business of selling & buying living property. At the end of the voyage he again sold to a kind master Mr. Augustine St. Clare on the request of his beautiful little daughter Evangeline. He recited the quotes from bible for Eva & did other works also. The tragically fate of Tom didn't favored his fortune lastly after the death of Eva &Mr. Clare. He was again sold to a cruel land lord, Laggrey.
The public and shameless sale of beautiful mulatto and quadroon girls has acquired notoriety; from the incidents following the capture of the Pearl was seen by tom during his 2nd journey. Emmeline and Cassy was the victim of this. In the point of the book author it was an injustice to the lady. But that time it was not only correct but also legal work. After handed over the living property for 3rd time, tom reached in a place where breathing was impossible & a mother Cassy was waiting for her daughter Eliza's news. At that place, pious tom got no time to read the bible &when he started to read his master didn't allow him. But the pious tom never lost his faith to god. We can but view it with shame and regret. The masters like Laggrey think that literacy was the obstacle behind obligation.
At the end of the story tom died in a far away from his family though his young master George came to get him back. The brutality of laggrey killed tom but didn't able to through his ethical view & faith to god.
The conclusion of the whole matter is, abolitionism is little else at last, but hypocritical self-righteous Pharisees, and Mrs. Stowe wrote her book to flatter their pride, indulge their whims, tickle their fancies, and pick their pockets. I have remarked that this is a Marvelous world, and among the many wondrous things that fall under our observation, there is nothing more remarkable than Yankee ingenuity! The Southern people, it is true, receive the proceeds of the labor of the slaves, but then, they must first expend money in raising them; feed and clothe them in health, nurse them in sickness, and provide for them in old age.
And lastly a question to all of you, west has thrown slaveries many years ago, but would you tell me when we are going to throw it?
Written By- Javed Hossain And Bipasha Debnath
• WRITTEN BY HARRITE BICHER STOW
• PUBLISHED IN 1962 FROM HARVERED UNIVERSITY PRESS
In 15th century a human being was treated as a living property due to his or her skin color. This book story is about that time's society. After the invention of Africa black people were treated as living property by the people of Europe & America. The trade of slavery was started from that time. The black were the fellow who were not trusted but tortured a lot by their masters. They were sold by their master when the master was in some problem or in some difficulties. They were always handed over. They even had no right to know where they were going or sending.They and their family depend on the master's choice. They had no right to invent something. It was their providence to having a good master.Master can sold their Slaves anytime according to their wish and need.
Tom, George, Eliza, Chloe, Emmeline, Cassy were the representatives of that time. At the beginning of the book tom worked for a long time under a good master, Mr. Shelby. He was trusted not only by his master but also loved by his young master, Shelby's son. Due to some financial problem Mr. Shelby was bound to sell tom &Eliza's kid to a slave trader. As a trusted, honest & steady fellow tom was went with the trader Haley. But Eliza fled away with her kid. Her husband George was technically literate fellow but tortured by his cruel master. After some time to his wife & kid's flying, he also fled with the help of his friends. The personal appearance of Eliza, the character ascribed to her, are sketches drawn from life. At the time of ran away, the incident of the mother's crossing the Ohio River on the ice is a well-known fact. After facing a lot of trouble, they met each other & run away Canada.
In a voyage with the trader, tom saw the business of selling & buying living property. At the end of the voyage he again sold to a kind master Mr. Augustine St. Clare on the request of his beautiful little daughter Evangeline. He recited the quotes from bible for Eva & did other works also. The tragically fate of Tom didn't favored his fortune lastly after the death of Eva &Mr. Clare. He was again sold to a cruel land lord, Laggrey.
The public and shameless sale of beautiful mulatto and quadroon girls has acquired notoriety; from the incidents following the capture of the Pearl was seen by tom during his 2nd journey. Emmeline and Cassy was the victim of this. In the point of the book author it was an injustice to the lady. But that time it was not only correct but also legal work. After handed over the living property for 3rd time, tom reached in a place where breathing was impossible & a mother Cassy was waiting for her daughter Eliza's news. At that place, pious tom got no time to read the bible &when he started to read his master didn't allow him. But the pious tom never lost his faith to god. We can but view it with shame and regret. The masters like Laggrey think that literacy was the obstacle behind obligation.
At the end of the story tom died in a far away from his family though his young master George came to get him back. The brutality of laggrey killed tom but didn't able to through his ethical view & faith to god.
The conclusion of the whole matter is, abolitionism is little else at last, but hypocritical self-righteous Pharisees, and Mrs. Stowe wrote her book to flatter their pride, indulge their whims, tickle their fancies, and pick their pockets. I have remarked that this is a Marvelous world, and among the many wondrous things that fall under our observation, there is nothing more remarkable than Yankee ingenuity! The Southern people, it is true, receive the proceeds of the labor of the slaves, but then, they must first expend money in raising them; feed and clothe them in health, nurse them in sickness, and provide for them in old age.
And lastly a question to all of you, west has thrown slaveries many years ago, but would you tell me when we are going to throw it?
Written By- Javed Hossain And Bipasha Debnath
Subscribe to:
Posts (Atom)