---কেমন আছো?
---ভাল।
----কোথায় ছিলে এতদিন?
---একটু ব্যস্ত ছিলাম।
----খুব মিস করেছি তোমাকে…………
----ও।
----তুমি মিস করোনি?
----নাহ। মিস করার সময় কোথায়?
এরপর অনেকটা সময় কেউ কোনো কথা বলল না। কতটা সময় হবে? ২ মিনিট? না ১৫ মিনিট? এসময় কথা শুরু হল আবারো।
----কি ব্যাপার চুপ করে আছো যে?
----এমনিতেই
---কিছু বল.........
----কি বলব?
----তোমার কথা...
---আমার তো কোনো কথা নেই...
----কেউ তোমাকে খুঁজে পেলো?
----নাহ।( বিরক্তির প্রকাশ অনুর কন্ঠে)
----পড়াশুনার বাইরে আর কি কি কর তুমি?
----তেমন কিছু না, ছবি আঁকি, বই পড়ি। আপনি? (কিছুটা সপ্রতিভ)
----এইত মুভি দেখা, নেটে বসা সময় চলে যায়।
---একটা প্রশ্ন করি?
----হুম্ম করো।
---নাহ থাক আজকে না অন্য কোন দিন।
---আজকের কাজ কালকের জন্যে ফেলে রাখতে নেই।
---হুম্ম।
----মানে?
----নাহ পরেই করি। আপনার প্রিয় রঙ কি?
----লাল। তোমার?
----সাদা। প্রিয় ফুল?
---কৃষ্ণচূড়া। তোমার?
---রজনীগন্ধা।
---পড়াশুনা করতে কেমন লাগছে?
---ভাল। কেন?
----এমনিতেই।
---আচ্ছা আজ আসি পরে কথা হবে।
বলেই দেরী করলো না অনু, চলে গেল। ২৫ দিন পরে অনু আর রুদ্রর কথা হল আজ। অনেকদিন পরে কথা কিন্তু সেই প্রথমদিনের উত্তাপ কি আজ কোথাও হারিয়ে গেল? কোথায় ছিল অনু এতদিন? কিছু বলল না নাকি বলতে চাইল না??
(চলবে)
February 06, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment